এসআই মিলন, গাইবান্ধা: বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে শেষ হয়েছে গাইবান্ধার তিন দিনব্যাপী জেলা ইজতেমা। এতে মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মুরব্বী মাওলানা আব্দুল্লাহ শেখ। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমা শেষ হয়। জেলা সদরের তুলসীঘাট কাশিনাথ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে তাবলীগ জামায়াতের আয়োজনে এতে হাজারো মুসল্লি অংশ নেয়।
আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দেশে খাদ্য উৎপাদনে রহমতসহ শান্তি কামনা করে দোয়া করা হয়। এসময় মহান আল্লাহর কাছে চোখের জ¦ল ফেলে নিজেদের পাপ মুক্তিসহ বিশ্ব মুসলিমের মঙ্গল ও নির্যাতিত-নিপীড়িত ফিলিস্তিনের স্বাধীনতা কামনা করে প্রার্থনা করা হয়।
এদিন দুপুর সাড়ে ১২টায় মোনাজাত শুরু হয়ে শেষ হয় একটায়। এর আগে ফজরের নামাজের পর বয়ান শুরু হয়। এসময় তাবলিগে সময় দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
গাইবান্ধা পলশাবাড়ীর মাঠেরহাট থেকে মোনাজাতে অংশ নিতে আসা ফরিদ মিয়া বলেন, ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নিয়েছিলাম। এবারও অনেক মানুষের সঙ্গে মোনাজাত করলাম। আল্লাহর কাছে নিজের ও পরিবারের জন্য এবং দেশের জন্য দোয়া করেছি।
ইজতেমা পরিচালনা কমিটির সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, আল্লাহর অশেষ রহমতে সুষ্ঠুভাবে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে ইজতেমা সমাপ্ত হলো। এতে পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে ছিলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এর আগে গত বৃহস্পতিরা ফজরের নামাজের মধ্য দিয়ে শুরু হয় গাইবান্ধার তিন দিনব্যাপী এই ইজতেমা।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com