কলিট তালুকদার, পাবনা: পাবনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। নিহত শিমুল (২১) পাবনা সদর উপজেলার চর ঘোষপুর গ্রামের শাহীনের ছেলে। এ ঘটনায় একই এলাকার আরো আরো দুইজন আহত হয়েছে। আহত কাওসার (১৯) ও দিসার আলী (২০) কে মুমর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, চর ঘোষপুর সরদার পাড়ার মৃত জলিল সরদারের ছেলে খলিল (৫৫) একই গ্রামের জালালের ছেলে শান্ত (২৫) ও রহিম উদ্দিনের ছেলে মিঠু (৩০)।
পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম জানান, শুক্রবার (০৬ ডিসেম্বর) রাতে সদর উপজেলার চরঘোষপুর গ্রামে ওয়াজ মাহফিল হচ্ছিলো। মাহফিলের প্যান্ডেলের বাইরে তুচ্ছ বিষয় নিয়ে কয়েকজন যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছুরিঘাতের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়। এরমধ্যে শিমুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com