স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দুবাইতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ায় পুরো দেশের মতো প্রাইম ব্যাংক পিএলসিও আনন্দিত, গর্বিত। এই অর্জনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), সকল ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যদের অবদান এবং দর্শক এবং গণমাধ্যমের ভূমিকা ছিলো দারুণ গুরুত্বপূর্ণ। একইসাথে বাংলাদেশ দলকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতায় নেতৃত্ব দিয়েছেন প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট স্কলারশিপ পাওয়া আজিজুল হাকিম তামিম, এটাও প্রাইম ব্যাংকের জন্য বাড়তি আনন্দের।
তামিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ১০ ডিসেম্বর, ২০২৪ প্রাইম ব্যাংকের পক্ষে থেকে ক্রেস্ট উপহার দেয়া হয়। এ সময় উপক্ষিত ছিলেন বিসিবি পরিচালক ও ক্রিকেট বিশেষজ্ঞ নাজমূল আবেদিন ফাহিম, গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান ও বিসিবি পরিচালক ফাহিম সিনহা, প্রাইম ব্যাংকের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স সৈয়দ রায়হান তারিক এবং বিসিবি গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার।
পরবর্তীতে ফাইনাল ম্যাচ, দলীয় ও নিজের পারর্ফম্যান্স, প্রাইম ব্যাংক ও দর্শকদের অবদান নিয়ে কথা বলেন আজিজুল হাকিম তামিম।
বাংলাদেশ গ্লোবাল/জেএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com