ঢাকা      বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
শিরোনাম

মাহমুদউল্লাহ-সাকিবের জুটিতে নতুন রেকর্ড

IMG
11 December 2024, 11:12 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: একের পর এক ব্যাটার সাজঘরে ফিরছিলেন। ১১৫ রানে ৭ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছিল বাংলাদেশ। চরম ব্যাটিং বিপর্যয়ে অল্প রানেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল মেহেদী হাসান মিরাজের দল।

সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদ আর লোয়ার অর্ডারের তানজিম হাসান সাকিবের প্রতিরোধ। তাদের সে প্রতিরোধ গড়া জুটিতে ভর করেই বেসেতেরেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২৭ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ।

পুঁজিটা হয়তো খুব বড় নয়। কিন্তু বাংলাদেশ আরও বড় লজ্জায় পড়তো মাহমুদউল্লাহ-সাকিব হাল না ধরলে। ১০৬ বলে ৯২ রানের লড়াকু জুটিতে আবার ওয়ানডেতে নতুন এক রেকর্ডও গড়েছেন এই যুগল।

এতদিন অষ্টম উইকেটে বাংলাদেশের সেরা জুটি ছিল ৮৪ রানের। ২০১৯ সালে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে এই জুটি ৮৪ রানের জুটি গড়েছিলেন মোহাম্মদ মিঠুন আর মোহাম্মদ সাইফউদ্দিন। মাহমুদউল্লাহ-সাকিব সেই রেকর্ড ভেঙেছেন।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন