স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: এতদিন পর্যন্ত দেশের একমাত্র স্বীকৃত টি-টোয়েন্টি ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে খেলোয়াড়দের মাঝে আরও একটি ২০ ওভারের টুর্নামেন্টের চাহিদা সবসময়ই ছিল, যেখানে খেলবেন কেবলই স্থানীয় ক্রিকেটাররা। অনেক অপেক্ষার পর এবার সেটা পুরণ হচ্ছে। বিসিবি আয়োজন করছে এনসিএল টি-টোয়েন্টি, যার মূল পৃষ্ঠপোষক হিসেবে আছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। আর সহযোগী পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপ।
বৈচিত্র্যপূর্ণ নানা আয়োজনের কারণে মাঠে গড়ানোর আগেই ইতিবাচক সব ধরনের আলোচনার জন্ম দিচ্ছে এনসিএল টি-টোয়েন্টি। গড়পড়তা আয়োজনের দিক থেকে সরে এসে লোগো উন্মোচন অনুষ্ঠান হয় প্রাণবন্ত আয়োজনে। উপস্থাপনা থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকাদের উপস্থিতির পাশাপাশি লোগো উন্মোচনেও রাখা হয় ভিন্নতা। এছাড়া আট দলের জন্য রাখা হয় ভিন্ন ভিন্ন আঞ্চলিক নৃত্য পরিবেশনা।
এরপর ট্রফি উন্মোচন অনুষ্ঠানও সাড়া জাগায় বেশ। অধিনায়কেরা মিলে ট্রফি উন্মোচনের সময় পাজল মিলিয়ে সাজান বাংলাদেশের মানচিত্র। এরপর আজ মঙ্গলবার টুর্নামেন্ট শুরুর আগের দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উন্মোচন করা হয় অংশগ্রহণকারী আট দলের জার্সি। অধিনায়কদের সংবাদ সম্মেলনেও ছিল নতুন ধরনের এক আয়োজন। স্থানীয় খেলোয়াড়দের নিয়ে একটি টুর্নামেন্টে আয়োজনের এসব ভিন্নতা ও ব্যাপকতা ক্রিকেটপ্রেমীদের মাঝে ছড়াচ্ছে মুগ্ধতা।
আজ বুধবার সাড়ে ৯টায় সিলেট ও ঢাকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে এনসিএল টি-টোয়েন্টি। এরপর হবে আরও চারটি ম্যাচ। এভাবে প্রতিদিনই মাঠে গড়াবে চারটি করে ম্যাচ। পুরো টুর্নামেন্টই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও তার পাশের আউটার স্টেডিয়ামে। পয়েন্ট তালিকার শীর্ষ চারটি দল খেলবে প্লে-অফ। আগামী ২৪ ডিসেম্বর পর্দা নামবে রোমাঞ্চকর এনসিএল টি-টোয়েন্টি।
এই টুর্নামেন্ট হতে যাচ্ছে দেশের প্রথম ও একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের নিজস্ব প্রোডাকশনে। সবগুলো ম্যাচ দেখতে হলে দর্শকদের চোখ রাখতে হবে টি স্পোর্টস নেটওয়ার্কে।
ম্যাচগুলো মাঠে বসে দেখতে তিন ক্যাটাগরিতে টিকিট সংগ্রহ করতে হবে সমর্থকদের। গ্র্যান্ডস্ট্যান্ডে টিকেটে মূল্য ৩০০ টাকা। ১০০ টাকায় ক্লাব হাউজের এবং ৫০ টাকায় মিলবে গ্যালারিতে বসে খেলা উপভোগ করার সুযোগ।
এনসিএল টি-টোয়েন্টির ৮ দলের স্কোয়াড :
ঢাকা মেট্রো: নাঈম শেখ (অধিনায়ক), মাহফিজুল ইসলাম, ইমরান উজ্জামান, আনিসুল ইসলাম, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, আল আমিন, গাজী তাহজিবুল ইসলাম, রকিবুল হাসান, আরাফাত সানি, আলিস আল ইসলাম, আবু হায়দার, শহিদুল ইসলাম, মারুফ মৃধা ।
সিলেট বিভাগ: জাকির হাসান (অধিনায়ক), তৌফিক খান, জিসান আলম, অমিত হাসান, আসাদুল্লাহ আল গালিব, ওয়াসিফ আকবর, নাঈম আহমেদ, মাহফুজুর রহমান, তোফায়েল আহমেদ, নাবিল সামাদ, নাঈম হোসেন সাকিব, খালেদ আহমেদ, আবু জায়েদ রাহি, রেজাউর রহমান রাজা, ইবাদত হোসেন ।
খুলনা বিভাগ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), এনামুল হক, ইমরুল কায়েস, অমিত মজুমদার, মোহাম্মদ মিঠুন, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, পারভেজ রহমান, আজিজুল হাকিম, টিপু সুলতান, জায়েদ উল্লাহ, মৃত্যুঞ্জয় চৌধুরি, আল আমিন হোসেন, মাসুম খান, মেহেদি হাসান ।
রংপুর বিভাগ: আকবর আলি (অধিনায়ক), চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, মিম মোসাদ্দেক, খালিদ হাসান, নাঈম ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, তানবীর হায়দার, আরিফুল হক, রবিউল হক, আলাউদ্দিন বাবু, আবু হাশিম, আরিফ আহমেদ, এনামুল হক, মুকিদুল ইসলাম, আব্দুল গাফফার সাকলাইন।
চট্টগ্রাম বিভাগ: ইয়াসির আলি (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, শাহাদাত হোসেন, ইরফান শুক্কুর, সাব্বির হোসেন শিকদার, সাজ্জাদুল হক, নাঈম হাসান, হাসান মুরাদ, শামিম মিয়া, আশিকুর রহমান, আহমেদ শরিফ, ইফরান হোসেন, ফাহাদ হোসেন।
রাজশাহী বিভাগ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাব্বির হোসেন, হাবিবুর রহমান, সাব্বির রহমান, এসএম মেহেরব হাসান, প্রিতম কুমার, শাকির হোসেন, ফরহাদ রেজা, গোলাম কিবরিয়া, তাইজুল ইসলাম, নিহাদউজ্জামান, ওয়াসি সিদ্দিকি, শফিকুল ইসলাম, আসাদুজ্জামান, মোহর শেখ ।
ঢাকা বিভাগ: সাইফ হাসান (অধিনায়ক), রনি তালুকদার, আশিকুর রহমান, মাহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, আরিফুল ইসলাম, শুভাগত হোম, তাইবুর রহমান, নাজমুল ইসলাম, আসিফ হাসান, মেহেদি হাসান, এনামুল হক, রিপন মন্ডল, সুমন খান, সালাউদ্দিন শাকিল ।
বরিশাল বিভাগ: সোহাগ গাজী (অধিনায়ক), ইফতেখার হোসেন, আব্দুল মজিদ, মইনুল ইসলাম, ফজলে মাহমুদ, সালমান হোসেন, শামসুল ইসলাম, আহরার আমিন, মইন খান, তানভির ইসলাম, জেহাদুল হক, কামরুল ইসলাম, রুয়েল মিয়া, নুর মোহাম্মদ, মেহেদি হাসান ।
বাংলাদেশ গ্লোবাল/জেএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com