স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: শেষ বলে ম্যাচ জিততে ৫ রান দরকার ছিলো ঢাকা বিভাগের। তোফায়েল আহমেদ বলটা করেছিলেন নিচু বাউন্সার। শুভাগত হোম দারুণ শট তা পাঠিয়ে দেন লং অফ দিয়ে সীমানার ওপারে। জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি অসাধারণ এক জয় পেয়ে যায় ঢাকা বিভাগ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে বুধবার সকালের ম্যাচ হয়েছে রান বন্যার। দুই দল মিলিয়ে রান হয়েছে ৪১২। তাতে ৬ উইকেটে জিতেছে ঢাকা। আগে ব্যাট করে ২০৫ রান করে সিলেট, শেষ বলে তা পেরিয়ে জিতেছে ঢাকা।
অথচ এই ম্যাচের নায়ক হতে পারতেন সিলেটের হয়ে খেলা জিসান আলম। ১০ ছক্কায় ৫৩ বলে ১০০ রান করেছিলেন তিনি, তার ব্যাটেই দুশো ছাড়ানো পুঁজি পায় সিলেট। তাকে ছাপিয়ে যাওয়ার আভাস দিয়ে ঢাকার রান তাড়ার ভিত গড়ে দেওয়া ইনিংসে ৪৬ বলে ৯৪ রান করেন আরিফুল হক। তবে শেষটায় আলো কাড়লেন শুভাগত। ১৮ বলে ২ চার, ২ ছক্কায় করেন ৩১ রান। পঞ্চম উইকেটে তার সঙ্গে ৬৩ রানের জুটিতে ২৩ বলে ৩০ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্লেয়ার্স ড্রাফটে কোন দলই পাননি শুভাগত হোম চৌধুরী, অথচ ঘরোয়া টি-টোয়েন্টি নিয়মিত পারফর্মার তিনি। এবার জাতীয় লিগের টি-টোয়েন্টি সামর্থ্যের প্রমাণ দেখিয়ে নিজের দাবিটা জানালেন অভিজ্ঞ ব্যাটার।
সিলেট আউটার স্টেডিয়ামে সকালের আরেক ম্যাচে বরিশালকে সহজেই হারিয়েছে ঢাকা মেট্রো। নাঈম শেখ (৩৫ বলে ৬৫), ইমরানুজ্জামানের (৩৩ বলে ৫৩) ফিফটিতে ঢাকা মেট্রোর ১৯২ রানের জবাবে ১৬১ রানে থামে বরিশাল। দলের হারের মাঝে ৫২ বলে ৭৭ করেন ফজলে রাব্বি মাহমুদ।
বাংলাদেশ গ্লোবাল/জেএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com