ঢাকা      শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
শিরোনাম

ট্রাম্প দায়িত্ব নেয়ার আগেই পদত্যাগ করবেন এফবিআই প্রধান

IMG
12 December 2024, 11:32 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার আগেই পদত্যাগ করবেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রে। যদিও ট্রাম্প এরই মধ্যে তাকে বরখাস্তের ইঙ্গিত দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে বলেছেন, তিনি প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার আগেই পদত্যাগ করবেন। ট্রাম্প আগামী মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণ করবেন এবং ক্রিস্টোফারকে বরখাস্ত করবেন বলে এরই মধ্যে ইঙ্গিত দিয়েছেন।

বিবিসি বলছে, স্থানীয় সময় বুধবার (১১ ডিসেম্বর) এফবিআইয়ের অভ্যন্তরীণ এক সভায় পরিচালক ক্রিস্টোফার রে পদত্যাগের এ ঘোষণা দেন। কয়েক সপ্তাহ ধরে বিষয়টি বিবেচনার পর তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

ট্রাম্প এরই মধ্যে কাশ প্যাটেলকে এফবিআই প্রধান হিসেবে মনোনীত করেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ওই পদে যোগ দেবেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত প্যাটেল অবশ্য ‘নাটকীয়ভাবে’ এফবিআইয়ের কর্তৃত্ব সীমিত করার আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, এফবিআই পরিচালক পদে ক্রিস্টোফারকে ২০১৭ সালে ১০ বছর মেয়াদে মনোনীত করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদ শেষ হওয়ার পর সাবেক এ প্রেসিডেন্টের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্তের কারণে রিপাবলিকানদের কাছ থেকে সমালোচনার মুখোমুখি হয়েছেন ক্রিস্টোফার।

বুধবার এফবিআইয়ের বৈঠকে বক্তৃতাকালে ক্রিস্টোফার বলেন: ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, ব্যুরোর জন্য আমার জন্য সঠিক পদক্ষেপটি হচ্ছে — জানুয়ারিতে বর্তমান প্রশাসনের শেষ পর্যন্ত কাজ করা এবং তারপরে পদত্যাগ করা।’

তিনি আরও বলেন, ‘আমার দৃষ্টিতে, ব্যুরোকে আরও হাঙ্গামার মধ্যে টেনে নেয়া এড়াতে এটিই সর্বোত্তম উপায়।'

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন