ঢাকা      বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
শিরোনাম

তুরাগ তীরে দুপক্ষের অবস্থান, সেনাবাহিনী টহল জোরদার

IMG
13 December 2024, 4:20 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিশ্ব ইজতেমার পূর্বে জোড় ইজতেমাকে ঘিরে উদ্ভূত যে কোন পরিস্থিতি মোকাবেলায় আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখতে টঙ্গীতে সেনাবাহিনী টহল জোরদার করা হয়েছে। শুক্রবার বেলা ১টা ৪০ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড ও মিলগেট এলাকায় এই টহল জোরদার করে।

টহলরত সেনাবাহিনী নাম প্রকাশে অনিচ্ছুক পেট্রোল কমান্ডার যুগান্তরকে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে আছে। বিশেষ করে বিশ্ব ইজতেমায় গতকালকের ঘটনার পর আমরা অধিক সতর্ক আছি।

সরেজমিন জানা যায়, বিশ্ব ইজতেমা ময়দানের ভেতরে জুবায়েরপন্থিদের কয়েক হাজার সাথী রয়েছে। তুরাগ নদীর পশ্চিম তীরে সাদপন্থিদের মসজিদের সামনে কয়েক হাজার সাদপন্থি মুসল্লি অবস্থান নেয়। গতকাল বৃহস্পতিবার সাদপন্থিদের উপর জুবায়েরপন্থিদের হামলা সাদপন্থিদের পাঁচজন আহত হয়। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় ৩৪ জনকে শনাক্ত করে ও ৩০/৪০ জনকে অজ্ঞাত আসামি করে জুবায়েরপন্থিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলার প্রতিবাদে জুবায়েরপন্থিরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা দেন। ঘটনাকে কেন্দ্র করে বিশ্ব ইজতেমা ময়দানের চারপাশে বাংলাদেশ পুলিশ, এপিবিএন, র্যাব ও বাংলাদেশ সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়ন রয়েছে। টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন আছে।

সাদপন্থিদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম যুগান্তরকে জানান, বৃহস্পতিবার জুবায়েরপন্থিদের হামলায় আমাদের ৫ জন সাথী আহত ও একটি গাড়ি ভাঙচুর হয়েছে। এই ঘটনায় আমাদের সাথী শিহাব উদ্দিন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় ৩৪ জনকে শনাক্ত ও বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। গোপনীয়তার স্বার্থে আসামিদের নাম প্রকাশ সম্ভব নয় বলে তিনি জানান।

এ বিষয়ে শুরায়ে নেজামের (জুবায়েরপন্থি) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান যুগান্তরকে বলেন, সাদপন্থিদের মিথ্যা মামলার প্রতিবাদে আজ বাদ জুমা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দেওয়া হবে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান যুগান্তরকে বলেন, সাদপন্থিদের দেয়া একটি মামলা হয়েছে। শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে।


বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন