ঢাকা      শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
শিরোনাম

৭ চার আর ৬ ছয়ে ৯১ রানের ঝড়ো ইনিংস তামিম ইকবালের

IMG
15 December 2024, 3:49 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সাত মাস পর তামিম ইকবাল ফিরেছেন প্রতিযোগীতামূলক ক্রিকেটে। তবে এনসিএলে তামিমের শুরুটা ভালো হয়নি। ড্যাশিং এই ওপেনার ১০ বলে ১৩ রান করে আউট হয়েছিলেন। তবে এরপর থেকেই দুর্দান্ত ফর্মে আছেন টাইগারদের সাবেক এই ওপেনার, দ্বিতীয় ম্যাচে ২৭ বলে ফিফটি করা তামিম আজ চতুর্থ ম্যাচেও খেলেছেন ঝড়ো এক ইনিংস।

প্রথম ম্যাচে চট্টগ্রাম হারলেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে। আজ মাঠে নেমেছে নিজেদের তৃতীয় ম্যাচে, এ ম্যাচে তাদের প্রতিপক্ষ বরিশাল। বরিশালের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তুলেছেন তামিম।

আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ের সঙ্গে ৩৮ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন তামিম। জয় ১৬ বলে ২২ রান করে আউট হলেও তামিম বোলারদের তুলোধুনো করেছেন। নিজের ব্যক্তিগত ফিফটি তুলে নেয়ার পর সেঞ্চুরির পথেই ছিলেন তামিম।

তবে শেষ পর্যন্ত শতকের দেখা পাননি দেশসেরা এই ওপেনার। ৭ চার আর ৬ ছয়ে ৫৪ বলে ৯১ রান করে সাজঘরে ফিরেন তিনি। শতকের দেখা না পেলেও তামিমের ৯১ রানের ঝড়ো ইনিংসের সুবাদে বড় সংগ্রহের দেখা পেয়েছে চট্টগ্রাম।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রান করেছে চট্টগ্রাম। তামিম ছাড়া দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন জয়, তিনি করেছেন ২২ রান।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন