ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে পুলিশের চেকপোস্টের তল্লাশি চৌকিতে প্রাইভেটকারের চাপায় বুয়েটের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় গ্রেফতার তিন আসামির ডোপ টেস্টে মাদকাসক্তির প্রমাণ গেছে। তাদের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। তবে মামলাটি করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমীন এর আদালতে পাঠানো হয়। তবে সেদিন শুনানি না হওয়ায় রোববার (২২ ডিসেম্বর) তাদের রিমান্ডের শুনানির দিন ধার্য করেন আদালত।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রূপগঞ্জ থানার এএসআই মেহেদী হাসান বাদী হয়ে প্রাইভেটকার চালক মুবিন আল মামুন ও তার দুই বন্ধু মিরাজুল করিম ও আসিফ চৌধুরীরকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করেন।
রাতে মামলার বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, গ্রেফতারের পর ডোপ টেস্টের রিপোর্টে মাদকাসক্ত পজেটিভ আসায় তাদের বিরুদ্ধে থানা পুলিশের এ এস আই মেহেদী হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনে মামলাটি দায়ের করেছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিনগত রাত আনুমানিক ৩টার সময় বুয়েটের সিএসই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ ও তার দুই সহপাঠীকে নিয়ে ৩০০ ফুট সড়কের পূর্বাচলের নীলা মার্কেট এলাকা থেকে খাবার খেয়ে মোটরসাইকেল যোগে ঢাকার উদ্দেমে রওয়ানা হন। এ সময় কাঞ্চন-কুড়িল বিশ্বেরাড সড়কে (৩০০ ফুট সড়ক) বালু ব্রিজের পূর্ব পাড়ে পুলিশের চেক পোস্টে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সদস্যরা তাদের গতিরোধ করেন। এসময় বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকার চেকপাস্টের ব্যারিকেড ভেঙে তল্লাশি চৌকির সামনে পার্কিং করা মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান শিক্ষার্থী মুনতাসির মাসুদ। এসময় গুরুতর আহত হন মোটরসাইকেলে থাকা তার দুই সহপাঠী বন্ধু অমিত সাহা এবং মেহেদি হাসান খাঁন।
এ ঘটনায় পুলিশ প্রাইভেটকার চালক মুবিন আল মামুন ও তার দুই বন্ধু মিরাজুল করিম ও আসিফ চৌধুরীরে গ্রেফতার করেন। এসময় বিদেশি মদের বোতল ও বিয়ারসহ জব্দ করা হয় তাদের প্রাইভেটকারটি। এ ঘটনায় নিহতের বাবা মাসুদ মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
এদিকে গ্রেফতারকৃতরা মদ্যপ অবস্থায় ছিল কিনা তা যাচাইয়ের জন্য ডোপ টেস্ট করতে শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে তাদের তিনজনকে জেলা সদরের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ডোপ টেস্টে প্রাইভেটকার চালক মুবিল আল মামুন ও মিরাজুল করিমের রিপোর্ট পজেটিভ আসে। তবে আসিফ চৌধুরীর রিপোর্টে নেগেটিভ আসে।
এ ঘটনায় শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে রূপগঞ্জ থানার এ এস আই মেহেদী হাসান বাদী হয়ে মাদক সেবন ও বহনের অপরাধে মুবিল আল মামুন ও মিরাজুলকে এবং মাদকদ্রব্য সরবরাহে সহায়তার অভিযোগে আসিফ চৌধুরীকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
বাংলাদেশ গ্লোবাল/জেএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com