ঢাকা      সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
শিরোনাম

এজেন্সিপ্রতি এক হাজারের বেশি হজযাত্রী নয়: সৌদি

IMG
22 December 2024, 4:20 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সৌদি সরকার নতুন নিয়ম জারি করে প্রতি হজ এজেন্সিকে কমপক্ষে এক হাজার হজযাত্রী পাঠানোর বাধ্যবাধকতা আরোপ করেছে। এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। হাবের সাবেক সভাপতি ফরিদ আহমেদ মজুমদার বলেন, ‘এ নিয়ম বিশৃঙ্খলা সৃষ্টি করবে ও হজ পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।’

তিনি উল্লেখ করেন, ‘পূর্ববর্তী নিয়ম অনুসরণ করেই হজ কার্যক্রম পরিচালনা করা উচিত। অতীতে সব সরকারই হাবের সঙ্গে সমন্বয় করে হজ পরিচালনার সিদ্ধান্ত নিত। কিন্তু এবার তা করা হয়নি।’ তিনি আরও বলেন,

আগের বছর প্রতি এজেন্সি আড়াইশ যাত্রী সামলাতে গিয়ে সমস্যায় পড়েছিল। এখন এক হাজার যাত্রী পাঠানোর বাধ্যবাধকতা এলে বাড়িভাড়া, ক্যাটারিং সার্ভিস এবং অন্যান্য সেবা প্রদানে বিশৃঙ্খলা দেখা দিতে পারে।

ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, একাধিক এজেন্সি সমন্বয় করে লিড এজেন্সি নির্ধারণ করতে হবে। তবে এতে সমস্যা আরও বাড়তে পারে, কারণ সমন্বিত কাজের ক্ষেত্রে একজন টাকা দিলে আরেকজন না দিলে সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

সৌদি সরকার ২০২৫ সালের জন্য প্রতি এজেন্সির হাজীর সংখ্যা দুই হাজার নির্ধারণ করেছিল। তবে বাংলাদেশের অনুরোধে তা কমিয়ে এক হাজার করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় ১৪ ফেব্রুয়ারির মধ্যে হাজীদের মিনায় তাঁবু, বাড়ি ভাড়া, পরিবহন এবং অন্যান্য সেবার চুক্তি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই সংখ্যায় একমত হওয়া গেছে। তিনি আরও জানান, হাজিরা আল্লাহর মেহমান, সরকার তাদের সেবা প্রদানে সম্পূর্ণ প্রস্তুত।’

হজ পোর্টালের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জন্য ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটার মধ্যে ৭০ হাজার হজযাত্রী ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন।

সৌদি সরকারের নতুন নিয়ম বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তবে এটি কার্যকর করতে হলে সরকারের পাশাপাশি হজ এজেন্সিগুলোর আরও সমন্বয় প্রয়োজন। নতুন নিয়মের ফলে উদ্ভূত সমস্যাগুলো সমাধানে সরকার ও এজেন্সিগুলোর সম্মিলিত প্রচেষ্টা জরুরি।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন