নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর ইশানবালা খালের মুখে নোঙর করে রাখা সারবাহী জাহাজ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা সাত জনে দাঁড়ালো। তাদের সবার শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। কারও কারও ছিল গলাকাটা।
সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আরও দুজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন চাঁদপুর জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার আনিসুর রহমান। তিনি বলেন, ‘আহত বাকি একজনের অবস্থা গুরুতর। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হচ্ছে।’
এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে এমভি আল-বাখেরা নামের জাহাজটি থেকে পাঁচ জনের লাশ উদ্ধার করে নৌ পুলিশ। এ সময় আরও তিন জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়। তবে কারা তাদের হত্যা করেছে, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
লাশগুলো উদ্ধারের পর নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান বলেছেন, বিকাল সাড়ে ৩টার দিকে নোঙর করে রাখা এমভি আল-বাখেরা নামের জাহাজ থেকে লাশগুলো উদ্ধার করা হয়। এ সময় আরও তিন জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ধারণা করছি, ঘুমন্ত অবস্থায় ওই পাঁচ জনকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেছেন, সোমবার বিকালে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বর থেকে আমাদের জানানো হয়েছিল, ওই জাহাজে ডাকাতরা হামলা করেছে। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে জাহাজের পাঁচটি কক্ষে পাঁচ জনের লাশ পেয়েছি আমরা। আরও তিন জনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আট জনই জাহাজটিতে ছিলেন।
নিহত সাত জনের পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ। তবে আহত একজনের পরিচয় নিশ্চিত করেছেন চাঁদপুর কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক। আহত ওই ব্যক্তির নাম জুয়েল (২৮)। তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় নেওয়া হচ্ছে। তাকে গলাকাটা অবস্থায় জাহাজ থেকে উদ্ধার করা হয়েছিল।
কমান্ডার ফজলুল হক বলেন, ‘জাহাজটি থেকে পাঁচ জনের লাশ উদ্ধার হয়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় আরও তিন জনকে। তাদের হাসপাতালে পাঠানোর পর দুজনের মৃত্যু হয়।’
তিনি বলেন, ‘হাইমচর উপজেলার মেঘনা নদীর ইশানবালা খালের মুখে নোঙর করা ছিল এমভি আল-বাখেরা নামের সারবাহী জাহাজটি। চট্টগ্রাম থেকে সার নিয়ে এটি সিরাজগঞ্জের পথে যাচ্ছিল। নিহতদের শরীরে দেশি অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। গলা ও মাথায় আঘাত করে তাদের হত্যা করা হয়েছে।’
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com