ঢাকা      বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
শিরোনাম

মহাবিপাকে জাস্টিন ট্রুডো, হারাচ্ছেন পদ?

IMG
24 December 2024, 11:48 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চরম রাজনৈতিক অস্থিরতায় দিন পার হচ্ছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। নিজ দলের আইনপ্রণেতারাই এখন তার পদত্যাগ চাচ্ছেন। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের নির্বাচনে ট্রুডোর দলের হারার সম্ভাবনা অনেক বেশি। তার মধ্যে নিজে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি। খবর রয়টার্স, দ্য গার্ডিয়ানের।

গত রোববার ট্রুডোর অনেক সাবেক মিত্র বলেছেন, লিবারেল পার্টির অনেক এমপি এখন মনে করছেন সময় এসেছে তার পদত্যাগ করার। কানাডার সম্প্রচারমাধ্যম সিবিসি, টরেন্টো স্টারসহ বেশ কয়েকটি কানাডিয়ান মিডিয়ার খবরে বলা হয়েছে, গত শনিবার লিবারেল পার্টির ৭৫ জন এমপির মধ্যে ৫১ জন ভার্চুয়ালি বৈঠক করেছেন। তারা সম্মিলিতভাবে ট্রুডোর পদত্যাগের বিষয়ে একমত হয়েছেন।

ট্রুডোর সঙ্গে মতবিরোধের কারণে গত ১৬ ডিসেম্বর পদত্যাগ করেন কানাডার তৎকালীন উপপ্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। এরপর লিবারেল পার্টির ২১ জন এমপি প্রকাশ্যে ট্রুডোর পদত্যাগ চেয়েছেন। লিবারেল পার্টির আইনপ্রণেতা চন্দ্রা আরিয়া সিবিসিকে রোববার বলেছেন, এখন নেতৃত্ব পরিবর্তন ছাড়া বিকল্প নেই। আরিয়াও ট্রুডোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।

২০১৩ সাল থেকে লিবারেল পার্টি অব কানাডার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন জাস্টিন ট্রুডো। তিনি ২০১৫ সালে দেশটির প্রধানমন্ত্রী হন। এরপর টানা ৯ বছর ধরে তিনি এ পদে আছেন। সম্প্রতি মার্কিন নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই কানাডা থেকে আমদানিকৃত সকল পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন।

এমন হুঁশিয়ার বার্তার পর যুক্তরাষ্ট্রে ছুটে যান ট্রুডো, দেখা করেন ট্রাম্পের সঙ্গে। সেখানে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যের কথা বলেন ট্রাম্প। এ নিয়েও ট্রুডোর দলকে বিপাকে পড়তে হয়েছে। এ ছাড়া ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারি নিয়েও এখন পর্যন্ত সমাধানে পৌঁছাতে পারেনি ট্রুডো প্রশাসন।

ট্রাম্পের এই শুল্ক নীতির হুঁশিয়ারি নিয়েই ট্রুডোর সঙ্গে মতবিরোধের জেরে পদত্যাগ করেন ফ্রিল্যান্ড। এ ছাড়া কানাডা অর্থনীতি নিয়েও সংকট চলছে। সেইসঙ্গে সাম্প্রতিককালে ট্রুডোর জনপ্রিয়তাও নিম্নমুখী। সবমিলিয়ে মহাবিপাকে ট্রুডো।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন