ঢাকা      রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১
শিরোনাম

বাদশার বিরুদ্ধে গুরুতর অভিযোগ হানি সিংয়ের

IMG
28 December 2024, 2:49 PM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বলিউডের জনপ্রিয় দুই গায়ক হানি সিং ও বাদশাহ। তবে তাদের মধ্যে চলা দ্বন্দ্ব কখনোই শেষ হবে না বলে নেটিজেনরা মনে করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঝামেলার বিষয়ে মুখ খুলেছেন হানি সিং। বাদশাহ অন্যায় ভাবে তার সুযোগ নিয়েছেন বলে দাবি করেছেন তিনি। হানি সিং দাবি করেন, নিজের গানের মাধ্যমে বাদশাহ তাকে বারবার কটাক্ষ করে গেছেন। এমনকি তার অসুস্থতা নিয়েও ঠাট্টা করেছেন বলে অভিযোগ হানি সিংয়ের।

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে হানি সিং বলেন, ‘মানুষ মাঝেমধ্যেই আমার কাছে বাদশাহর সঙ্গে হওয়া বিতর্কের বিষয়ে জানতে চান। দু’টো মানুষের মধ্যে একটা ঝামেলা হয়। যেখানে দু’জনেই যুক্ত। কিন্তু প্রায় ১০ বছর থেকে একটা মানুষ আমায় কটাক্ষ করে যাচ্ছেন। আমার অসুস্থতা নিয়ে ঠাট্টা করছেন। আর আমি কখনোই জবাব দিইনি।’

তিনি আরও বলেন, ‘এই বছরই শুধু আমি এই বিষয়ে মুখ খুলেছি। আর সেটা আমার নিজের ভক্তদের জন্য। আমার ভক্তরা আমায় ডিএম করেন। বলেন, ‘দয়া করে মুখ খুলুন। এটা আমাদের মর্যাদার প্রশ্ন। একটা লোক (বাদশাহ) আপনার বিষয়ে সব সময় খারাপ কথা বলে যাচ্ছেন।’

‘এর ফলস্বরূপ তিনি ক্ষমা চেয়েছেন এবং নিজের ভুলটা স্বীকার করে নিয়েছেন। কিন্তু উনি এমন একজন মানুষ, যিনি নিজেই থুতু ফেলেন এবং সেটাই চেটে নেন। শুধু দেখুন না, আবার পালটি খাবেন উনি। আমি এমন মানুষকে কোনও কিছুর যোগ্য বলেই মনে করি না।’

হানি সিংয়ের কথায়, ‘সবার প্রথমে আমি র‍্যাপ সিনেই ছিলাম না। আমি অল্পস্বল্প গাইতাম। আমি যেটা করি, সেটা আমার থেকে ভালো করার লোক কমই আছেন। আর আমার থেকে খারাপ করার মানুষ প্রচুর রয়েছেন। আমার মতো করার কেউ নেই, তাই আমার প্রতিযোগিতাও নেই। এরমধ্যে বেশিরভাগই আমার পরে আসা মানুষ। দেখুন আমার হেটারদের ঘৃণা করবেন না। ওরাও আমার সন্তান।’

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন