ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজকে শুধু পার্শ্ববর্তী দেশই অপতথ্য, অপপ্রচার কলঙ্ক লেপনের চেষ্টা করছেন না, ভিতর থেকেও অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করার রাজনৈতিক ফায়দা তুলতে চাচ্ছে।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে বিজয় দিবস উপলক্ষে শ্রমিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে সংসদ ভবন সংলগ্ন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।
তিনি বলন, আমাদের গণতন্ত্রে এত যে আত্মদান, এত মানুষ নিরুদ্দেশ, এত মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার, আজকে তো সকল গণতন্ত্রমনা শক্তি সঙ্গে থাকার কথা ছিল অথচ এই শক্তিকে ফাটল ধরিয়ে দুই একটি রাজনৈতিক দল ফায়দা লুটার চেষ্টা করছেন, এদেশের মানুষ সব জানেন, তারা দেশ প্রেমিক, স্বাধীনতায় বিশ্বাস করে, বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com