ঢাকা      বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
শিরোনাম

রাখাইনে সংঘাত, বাংলা চ্যানেলের সাঁতার স্থগিত

IMG
29 December 2024, 4:10 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: মিয়ানমারের রাখাইন রাজ্যের সংঘাতময় পরিস্থিতিতে বাংলা চ্যানেলের সাঁতার নিরাপত্তার কারণে স্থগিত করেছে আয়োজক ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সট্রিম বাংলা’ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। রোববার (২৯ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলা চ্যানেল সাঁতারের প্রধান সমন্বয়ক ও ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী কর্মকর্তা লিপটন সরকার।

তিনি বলেন, ‘অনুমতি নিয়ে সাঁতারের আয়োজন করা হয়। হঠাৎ গতকাল শনিবার রাতে কোস্টগার্ডের পক্ষ থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে সাঁতারের আয়োজন বন্ধ রাখতে বলা হয়। এ ছাড়া প্রথমে অনুমতি দিলেও পরে নিরাপত্তার কারণে উপজেলা প্রশাসনকে চিঠি দিয়ে সাঁতার বন্ধ রাখতে বলেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডও।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, গতকাল রাতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (জাতীয় পর্যটন সংস্থা) প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে সাঁতার বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে বঙ্গোপসাগর তীরবর্তী বাংলাদেশ–সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে যুদ্ধ ও সংঘর্ষ চলমান এবং এর ফলে বাংলাদেশেও হতাহতের ঘটনা ঘটেছে। তাই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এ কারণে সাঁতার প্রতিযোগিতা আয়োজন সমীচীন হবে না।

টেকনাফ-সেন্টমার্টিন, ইনানী-সেন্টমার্টিন, কক্সবাজার-সেন্টমার্টিন ও চট্টগ্রাম-সেন্টমার্টিন- এই চার নৌ রুট দিয়ে কয়েক বছর ধরে বিলাসবহুল ১২টি পর্যটকবাহী জাহাজ চলাচল করছিল। এর মধ্যেই চলতি বছরের ২ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর আরাকান আর্মির (এএ) যুদ্ধ শুরু হয়। এ কারণে চলতি মৌসুমে নিরাপত্তার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এখন সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ কেবল কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে চলাচল করছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন