ঢাকা      শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
শিরোনাম

টিকিট না পেয়ে স্টেডিয়ামের গেট ভাঙচুর

IMG
30 December 2024, 3:13 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর টিকিট নিয়ে গতকাল বিক্ষোভ করেছিলেন দর্শকরা। আজ (সোমবার) বিপিএল শুরুর দিনেই ঘটেছে আরও বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা। টিকিট না পেয়ে ক্ষোভে স্টেডিয়ামের দুই নম্বর গেট ভেঙে ফেলেছেন বিক্ষুব্ধ দর্শকরা। শুধু তাই নয়, খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যক্তিগত গাড়িও আটকে দেন তারা।

রোববার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে বিসিবি জানিয়েছিল, মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন কোন বুকে টিকিট বিক্রি হবে না। টিকিট পাওয়া যাবে অনলাইনে www.gobcbticket.com.bd এবং মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায়। মধুমতি ব্যাংকের শাখাগুলোতে টিকিট না পেয়েই ক্ষুব্ধ হয়ে উঠেছেন দর্শকরা।

সকাল ১১টা নাগাদ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অবস্থান নেন দর্শকরা। হঠাৎ কিছু দর্শক ব্যানার ফেস্টুন ভাঙা শুরু করেন, মুহূর্তেই পরিস্থিতি খারাপ হয়ে যায়। শের-ই-বাংলার প্রধান ফটকেও ভাঙচুর চালান বিক্ষুব্ধ দর্শকরা। কয়েকটি লোহার গেট ভেঙে ফেলেন তারা।

পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত পুলিশকে লাঠিপেটা করতে হয়েছে। বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত। দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছে দুর্বার রাজশাহী ও বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আর সন্ধ্যা সাড়ে ছয়টায় দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন