ঢাকা      শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
শিরোনাম

বাণিজ্য মেলা শুরু কাল, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

IMG
31 December 2024, 4:04 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: আগামীকাল বুধবার (১ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২৫। পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মেলায় এবার স্টল ও প্যাভিলিয়ন থাকছে ৩৬১টি। সাতটি দেশের উদ্যোক্তারা অংশ নিচ্ছেন এতে। এবারের আয়োজনে যুক্ত হচ্ছে বেশকিছু নতুনত্ব। জুলাই-আগস্ট অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের সম্মানার্থে তৈরি করা হচ্ছে শহীদ মুগ্ধ ও আবু সাঈদ কর্ণার এবং তারুণ্যের প্যাভিলিয়ন।

মেলা উপলক্ষ্যে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে সংবাদ ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন জানান, মেলাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ চলছে। এ সময় অ্যাপের মাধ্যমে টিকিট কেনার পদ্ধতি উদ্ধোধন করেন তিনি।

বাণিজ্য মেলায় প্রবেশে টিকিটের জন্য প্রাপ্ত বয়স্কদের গুণতে হবে ৫০ টাকা। ১২ বছরের নিচে হলে টিকেট মূল্য অর্ধেক।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন