ঢাকা      শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
শিরোনাম

মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করলো ইয়েমেন

IMG
01 January 2025, 10:38 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইয়েমেনের মা'রিব প্রদেশের আকাশসীমায় নজরদারি ও শত্রুতামূলক কার্যক্রম পরিচালনার সময় আমেরিকার একটি এমকিউ-৯ রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে হুথি আনসারুল্লাহর নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি আজ বুধবার এক টেলিভিশন বিবৃতিতে এ ঘোষণা দেন। তিনি বলেন, আমেরিকার পাইলটবিহীন বিমানটিকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি দেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করা হয়েছে। এর আগে গত ২৮ ডিসেম্বর ইয়েমেনি বাহিনী আল-বায়দা প্রদেশে একই ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে আরেকটি মার্কিন এমকি-৯ রিপার ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে।

গাজার সমর্থনে ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এ নিয়ে ১৪টি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করলো। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইল আমেরিকার সমর্থন নিয়ে গাজায় আগ্রাসন শুরু করার পর ইয়েমেনের সরকার ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে। ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন ইসরাইল, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাথে সম্পর্কিত জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে যাতে গাজায় তেল আবিবের গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করতে বাধ্য করা যায়। ইয়েমেনের হামলার ফলে দক্ষিণে ইলাত বন্দর কার্যত বন্ধ হয়ে গেছে, যা ইসরাইলিদের জন্য উল্লেখযোগ্য অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি করেছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন