ঢাকা      মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
শিরোনাম

৭ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বেড়েছে শীতের প্রকোপ

IMG
03 January 2025, 3:17 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দেশে শীতের প্রকোপ দিন দিন বেড়ে চলছে। তীব্র শীত, কনকনে হিমেল বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। ইতোমধ্যে সাতটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে— কিছু অঞ্চলে রাতের তাপমাত্রা বাড়লেও দিনের বেলায় শীতের অনুভূতি বেড়েই চলেছে।

গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় গতকাল তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা আজ কিছুটা কমে ৮.৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। ঢাকায় আজ তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, রাজশাহীতে তাপমাত্রা কমে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে ১৫ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং খুলনায় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে সড়ক যোগাযোগ, বিমান চলাচল এবং অভ্যন্তরীণ নদী পরিবহন সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এর ফলে, যানবাহন চলাচলে দেরি হতে পারে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে।

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে, কুয়াশার কারণে দিনের বেলায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের প্রকোপ কমবে না, বিশেষ করে দিনের বেলায় শীতের তীব্রতা অনুভূত হতে পারে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন