রাজবাড়ী, বাংলাদেশ গ্লোবাল: ঘন কুয়াশায় আবারও দেশের গুরুত্বপূর্ণ দুই নৌপথে ফেরি ও লঞ্চসহ নৌযান চলাচল ব্যাহত হয়েছে। প্রায় ৯ ঘণ্টা বন্ধের পর আজ সকাল পৌনে আটটা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে ফেরি ও অন্য নৌযান চলাচল সচল হয়েছে। দীর্ঘ সময় ধরে ফেরি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন উভয় ঘাটে আটকে থাকা যানবাহনের যাত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এর আগে, দুই নৌপথের তিনটি ফেরি কুয়াশার কারণে মাঝনদীতে আটকা পড়ে। ফেরিসহ অন্য নৌযান চলাচল ব্যাহত হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক যানবাহন এ পথ পরিহার করে বিকল্প হিসেবে পদ্মা সেতু দিয়ে ঘুরে গন্তব্যে রওনা হয়। বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আবদুস সাত্তার সাংবাদিকদের জানান, শুক্রবার রাত থেকে পদ্মা নদী অববাহিকায় কুয়াশা ঘন হতে থাকে। রাত বাড়ার সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে ফেরি মাস্টাররা সামান্য দূরের কিছুই দেখতে পাচ্ছিলেন না। দুর্ঘটনা এড়াতে রাত ১১টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। আর ঘাট ছেড়ে যাওয়া রো রো (বড়) ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান মাঝনদীতে কুয়াশার কবলে দিক হারিয়ে ফেলে। বাধ্য হয়ে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ফেরিটি মাঝনদীতেই নোঙর করা হয়। প্রায় ৯ ঘণ্টা পর শনিবার সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে নদী অববাহিকায় কুয়াশা কিছুটা কমতে থাকলে কর্তৃপক্ষ ফেরি চালুর নির্দেশ দেন। এরপর মাঝনদীতে থাকা ফেরিটি ঘাটে পৌঁছালে সেখান থেকে অন্য ফেরিগুলো ছাড়তে শুরু করে।
ঘন কুয়াশায় গতকাল রাতে ফেরি বন্ধ হয়ে যাওয়ায় দৌলতদিয়া ঘাট পরিহার করে পদ্মা সেতু দিয়ে বাস চলাচলের সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঢাকাগামী জামান পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক মনির হোসেন বলেন, তাঁদের পরিবহনের বাসগুলো আজ সকালে বিকল্প পথে পদ্মা সেতু হয়ে ঢাকায় চলাচল করেছে। এরপর রাজবাড়ী, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ থেকে আসা বিভিন্ন ধরনের যানবাহন নদী পাড়ি দিতে এসে ঘাটে আটকা পড়ে।
অন্যদিকে, মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথেও গতকাল রাত ১১টার পর ঘন কুয়াশায় ফেরিসহ নৌযান চলাচল ব্যাহত হয় বলে জানায় বিআইডব্লিউটিসি। একপর্যায়ে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১১টা থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে, ঘাট ছেড়ে যাওয়া রো রো ফেরি খানজাহান আলী ও কেটাইপ ফেরি কিষানি মাঝনদীতে আটকা পড়ে। এ সময় আরিচা ঘাটে শাহ আলী, চিত্রা ও কাজিরহাট ঘাটে ধানসিঁড়ি নামের ফেরি ঘাটে নোঙর করে থাকে। প্রায় পৌনে ৯ ঘণ্টা পর আজ সকাল ৭টা ৪০ মিনিটে আবার ফেরি চালু হয়েছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com