ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঢাকার আদাবর এলাকার একটি বাসা থেকে চুরি হওয়া ৩২ ভরি স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ। চুরির ঘটনায় জড়িত সন্দেহে দু‘জনকে গ্রেপ্তার করা হয়েছে। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, গত বছরের ২৮ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে এই চুরির ঘটনা ঘটে। চোররা ওই বাসার একটি লকার ভেঙে ৪৫ ভরি স্বর্ণ চুরি করে। গ্রেপ্তার হওয়া দুই সন্দেহভাজন চোর হলেন মাহিন ও রেহান।
ওসি আরও বলেন, বাড়ির বাসিন্দারা বেড়াতে গিয়েছিলেন। এই সুযোগে চুরির ঘটনাটি ঘটে। তিনি বলেন, ওই পরিবারের পক্ষ থেকে গতকাল মামলা করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করে সন্দেহভাজন দু’জনকে গ্রেপ্তার করে ৩২ ভরি গয়না উদ্ধার করেছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি স্বর্ণ উদ্ধারের চেষ্টা চলছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com