ঢাকা      বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
শিরোনাম

বাংলাদেশ কোন পথে যাবে, ফয়সালার বছর ২০২৫: গোলাম পরওয়ার

IMG
07 January 2025, 4:03 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশ পুনরায় ফ্যাসিবাদের কবলে পড়বে নাকি কল্যাণ রাষ্ট্র হওয়ার যাত্রা শুরু করবে সেই ফয়সালা ২০২৫ সালে হবে। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জেলা পর্যায়ের ইমাম ও খতিবদের সম্মেলনে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ২০২৫ সাল শুরু হলো। বাংলাদেশের সমাজ, রাজনীতি ও ইকামতে দ্বীনের আন্দোলনের জন্য ২০২৫ সাল টার্নিং পয়েন্ট। যে নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতি তাকিয়ে আছে, সেই স্বপ্নের দিকে নিয়ে যাওয়া যাবে কি না, নাকি নতুন কোনো নৈরাজ্য আবার পিছিয়ে দেবে, সেই ফয়সালার বছর হচ্ছে ২০২৫ সাল।

জামায়াতে ইসলামীর এই শীর্ষ নেতা বলেন, ইমাম ও খতিবরা যেখানে থাকবো, এই লক্ষ্যটাকে আমরা সামনে রাখবো। যাতে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা যায়। তারপর আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র হবে, যার ভিত্তি হবে কুরআন।

এ সময় ইসলামী বক্তাদের সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, অনলাইন- ইউটিউব মাধ্যমগুলোতে চটকদার উপস্থাপনের মাধ্যমে ওয়াজ মাহফিলের গুরুত্ব হালকা করা হচ্ছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন