ঢাকা      বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
শিরোনাম

লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন খালেদা জিয়া (ভিডিও)

IMG
08 January 2025, 12:00 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের পথে রওনা হয়েছেন। আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাত ১১টা ৪৭ মিনিটে বিএনপি চেয়ারপারসন তাঁর সফর সঙ্গীদের নিয়ে রয়েল কাতার আমারি ‘ইয়ার এ্যাম্বুলেন্স’ যোগে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে রওনা হন।

মাঝে দোহায় যাত্রাবিরতিতে বেগম খালেদা জিয়ার সঙ্গে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাক্ষাৎ করার কথা রয়েছে। এর আগে, রাত সোয়া ৮টায় গুলশানের বাসভবন থেকে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হয়ে ১১টার একটু আগে বিমানবন্দরে পৌঁছান তিনি।

আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১০টায় এয়ার অ্যাম্বুলেন্সটি যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে। যুক্তরাজ্যে পৌঁছানোর পর বেগম খালেদা জিয়াকে ভিআইপি প্রটোকল দেবে দেশটির সরকার।

প্রায় ৮ বছর পর বেগম খালেদা জিয়া দেখা পাবেন প্রিয় সন্তান তারেক রহমানের। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, নাতনী ব্যারিস্টার জাইমা রহমানসহ লন্ডনে থাকা পরিবারের সদস্যরা।

এরপর বেগম খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতাল ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হবে। সেখানকার চিকিৎসকরাই তাঁর চিকিৎসার বিষয়ে সব সিদ্ধান্ত নেবেন।

বাসভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানান। আপোষহীন নেত্রীকে সশরীরে হাজির থেকে বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দর সড়ক জুড়ে নামে দলীয় নেতা-কর্মীসহ জনতার ঢল।

সর্বশেষ চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য ২০১৭ সালের ১৬ জুলাই লন্ডন গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তিন মাস লন্ডনে অবস্থানের পর দেশে ফিরেছিলেন ১৮ অক্টোবর। ৭ বছর ৯ মাস পর আবার লন্ডন যাচ্ছেন তিনি। উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ ও কিডনি সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন