ঢাকা      শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
শিরোনাম

সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে বিস্ফোরণ, নিহত ৪

IMG
09 January 2025, 9:41 AM

সাভার, বাংলাদেশ গ্লোবাল: ঢাকার সাভারে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, অ্যাম্বুলেন্স এবং দু’টি চলন্ত বাসের মধ্যে সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা চারজন অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান।

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রুবেল সাংবাদিকদের জানান, তারা রাত ২টার সময় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে ২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, 'প্রাথমিকভাবে জানানো হয়েছে যে, অ্যাম্বুলেন্সে থাকা চারজনের মৃত্যু হয়েছে। তদন্ত চলছে, আরো বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।'

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন