ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীতে আজ সকালে গতকালের মতো কুয়াশা নেই। সকাল থেকেই রোদ উঠেছে। দেশের অনেক স্থানেই কুয়াশা আজ অপেক্ষকৃত কম। তারপরও শীতের তীব্রতা বেড়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে তাপ নিতে দেখা গেছে সকালে। আজ এতো শীতের কারণ, গতকাল বুধবার রাতের তাপমাত্রা কমে যাওয়া। আজ দেশের অন্তত পাঁচ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আবার রাজধানীতে তাপমাত্রা গতকালের চেয়ে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে।
আজ রাতের তাপমাত্রা আরও কমে যাবে। এ কারণে আগামীকাল শুক্রবার শীতের তীব্রতা আরও বেড়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক সকালে সাংবাদিকদের বলেন, ‘আজ দেশের পাঁচ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এর মধ্যে চারটি জেলাই উত্তরবঙ্গের। এসব জেলার মধ্যে আছে রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা।’
কোনো অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা যদি ৮ দশমিক ১ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, তবে সেই স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। আজ নওগাঁর বদলগাছী ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com