ঢাকা      শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২
শিরোনাম
  • বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
  • বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলটির চেয়ারম্যান করা হয়েছে।
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

৫ জেলায় শৈত্যপ্রবাহ, ঢাকায় তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি

IMG
09 January 2025, 9:50 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীতে আজ সকালে গতকালের মতো কুয়াশা নেই। সকাল থেকেই রোদ উঠেছে। দেশের অনেক স্থানেই কুয়াশা আজ অপেক্ষকৃত কম। তারপরও শীতের তীব্রতা বেড়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে তাপ নিতে দেখা গেছে সকালে। আজ এতো শীতের কারণ, গতকাল বুধবার রাতের তাপমাত্রা কমে যাওয়া। আজ দেশের অন্তত পাঁচ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আবার রাজধানীতে তাপমাত্রা গতকালের চেয়ে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে।

আজ রাতের তাপমাত্রা আরও কমে যাবে। এ কারণে আগামীকাল শুক্রবার শীতের তীব্রতা আরও বেড়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক সকালে সাংবাদিকদের বলেন, ‘আজ দেশের পাঁচ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এর মধ্যে চারটি জেলাই উত্তরবঙ্গের। এসব জেলার মধ্যে আছে রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা।’

কোনো অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা যদি ৮ দশমিক ১ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, তবে সেই স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। আজ নওগাঁর বদলগাছী ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন