ঢাকা      শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
শিরোনাম

সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন গ্রেপ্তার

IMG
09 January 2025, 10:11 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহিবুল্লাহ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শফিউল ইসলামের মালিকানাধীন উত্তরা চার নম্বর সেক্টরের ১৩ নম্বর বাসা থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। মোহিবুল্লাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের চেষ্টা সংক্রান্ত একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শফিকুল ইসলাম মহিউদ্দিন ২০২০ সালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন