ঢাকা      সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২
শিরোনাম
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

হলে সিট ভাগাভাগি নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ

IMG
10 January 2025, 10:42 AM

রংপুর, বাংলাদেশ গ্লোবাল: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে হলের সিট বণ্টনকে কেন্দ্র করে দু’দল শিক্ষার্থীদের মাঝে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত সাকিব নামে এক শিক্ষার্থীকে আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বাকিদের নাম জানা যায় নি।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতর ও পুলিশ সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু হলে ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুলের সঙ্গে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের একজন শিক্ষার্থীর সিট বণ্টন নিয়ে তর্ক হয়। এ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়ে শিক্ষার্থীদের দুই পক্ষ। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাকিব গুরুতর আহত হন। সহপাঠীরা তাকে উদ্ধারের পর বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এদিকে, এ খবর ছড়িয়ে পড়লে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা পরস্পরের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষ লাঠি ও ইটপাটকেল একে অপরের বিরুদ্ধে নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরে অবস্থান নেন।

অন্যদিকে, ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা প্রধান ফটকের বাইরে অবস্থান নিয়ে ইট-পাটকেল ছুড়তে থাকে। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়। এই সংঘর্ষে ৪ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান অভিযোগ করেন, তাদের বিভাগের শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। পাল্টা অভিযোগ করেছেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম।

এ খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমানের নেতৃত্বে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিবৃত করার চেষ্টা করেন। প্রক্টরিয়াল বডির কেউই সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো ফেরদৌস রহমান বলেন, এসব ঘটনা পরিকল্পিতভাবে ঘটাচ্ছে স্বৈরাচারের দোসরা। স্বৈরাচার পালিয়ে গেছে। কিন্তু তার প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। তারা পরিকল্পিতভাবে বিশেষ করে বন্ধের দিন শুক্র ও শনিবার ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করেন। নয়তো হলের সিট বিনিময়কে কেন্দ্র করে ঘটনা এতদূর যেতো না। আমাদের প্রক্টোরিয়াল বডির ওপরও দু্ই বার হামলা হয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজ জানান, কি কারণে দুই পক্ষ মারমারিতে জড়িয়েছে তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ তৎপর আছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন