ঢাকা      শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
শিরোনাম

আরও কমেছে পঞ্চগড়ের তাপমাত্রা

IMG
10 January 2025, 10:47 AM

পঞ্চগড়, বাংলাদেশ গ্লোবাল: পঞ্চগড়ের তাপমাত্রা আজ শুক্রবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তিন ঘণ্টার ব্যবধানে আরও কমেছে তাপমাত্রা। সেখানে তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রির ঘরে নেমে গেছে। সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রির ঘরে নেমে গেছে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ (১০ জানুয়ারি) সকাল ৯ টায় তেঁতুলিয়ায় সারাদেশের মধ্যে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এর তিন ঘণ্টা আগে সকাল ৬টায় তেঁতুলিয়ায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। মৃদু শৈত্যপ্রবাহ বইছে এই জেলায় । এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন