এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: 'বেটা', 'গুমরাহ', 'খিলাড়ি'র মতো সিনেমায় অভিনয় করা অভিনেত্রী কুনিকা সদানন্দ সম্প্রতি স্বীকার করেছেন, বিবাহিত কুমার শানুর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তবে এর জন্য কোনও আফসোস নেই অভিনেত্রীর। সিদ্ধার্থ কান্নানের সাথে এক সাক্ষাৎকারে কুনিকা জানান, গায়ক অসুখী দাম্পত্য সম্পর্কে ছিলেন এবং এর জেরেই ডিপ্রেশনে চলে যান।
কুনিকা জানান, কুমার শানুর সাথে তাঁর প্রথম দেখা হয়েছিল এক বন্ধুর বাড়িতে, যেখানে তিনি রেকর্ডিং সেশনের জন্য এসেছিলেন। গায়কের ভক্ত হওয়ার কারণে তিনি তাঁর কাছে গিয়েছিলেন এবং তারা এক ঘন্টারও বেশি সময় ধরে ডায়েট এবং ফিটনেস সম্পর্কে কথা বলেছিলেন। অভিনেত্রীর কথায়, তিনি কুমার শানুকে স্বাস্থ্যের যত্ন নিতে বলেছিলেন। অভিনেত্রীর দাবি, পাল্টা কুমার শানু তাঁকে ধন্যবাদ জানান এবং কপালে চুমু খান।
তাদের দ্বিতীয় সাক্ষাৎ উটিতে একটি ছবির শুটিংয়ের সময় ঘটেছিল, যেখানে কুমার শানু তার বোন এবং ভাগ্নের সাথে ছুটি কাটাচ্ছিলেন। কুনিকার দাবি, তৎকালীন স্ত্রী রীতা ভট্টাচার্য কুমার শানুর উপর মানসিক নির্যাত চালাতেন। এর জেরেই ভেঙে পড়েন গায়ক।
কুনিকার দাবি, উটিতে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টাও করেন গায়ক। তাঁর কথায়, ‘আমরা একসাথে ডিনার করছিলাম, এবং তিনি মদের ঘোরে ছিলেন। তিনি কাঁদতে শুরু করেন এবং হোটেলের জানালা থেকে লাফ দিতে চান। তিনি গভীরভাবে হতাশাগ্রস্ত ছিলেন। তার বোন, ভাগ্নে এবং আমি তাঁকে ধরে রেখেছিলাম। আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। কারণ তিনি সত্যিই কষ্ট পাচ্ছিলেন। তিনি বিয়ে ভাঙতে চাননি বা সন্তানদের ছেড়ে যেতে চাননি। তাকে শান্ত করার পর আমি তাকে তার সন্তান ও কাজের প্রতি তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিলাম। আমি মনে করি, ওই মুহূর্তটি আমাদের আরও কাছাকাছি নিয়ে এসেছিল। এরপর তিনি ফিরে এসে আমার পাশের একটি ফ্ল্যাটে চলে আসেন। আমরা খাবার বিনিময় শুরু করলাম, এবং আমি তাকে ওজন কমাতে সাহায্য করলাম। এভাবেই সম্পর্কের শুরু’।
কুনিকা প্রকাশ করেন যে, তারা ছয় বছর ধরে সম্পর্কে ছিলেন। তবে কুমার শানুর পরিবার এবং সন্তানদের প্রতি শ্রদ্ধার কারণে এই সম্পর্ককে গোপন রেখেছিলেন। তিনি বলেন, ‘আমরা শুধু একসঙ্গে শো’তে পারফর্ম করার সময়ই জনসমক্ষে হাজির হয়েছি। আমি তার পোশাক বাছাই করতে সহায়তা করেছি এবং তার কাজের দেখাশোনা করেছি। আমি তার স্ত্রীর মতো ছিলাম এবং তাকে আমার স্বামীর মতোই মনে করতাম। আমাদের সম্পর্কটা ছিল শকুন্তলা আর দুষ্মন্তের মতোই। কিন্তু পরে আমি তার সম্পর্কে এমন কিছু বিষয় আবিষ্কার করেছি, যা আমার হৃদয় ভেঙে দিয়েছে'।
১৯৮০ সালে কুমার শানু তার প্রথম স্ত্রী রীতা ভট্টাচার্যকে বিয়ে করেন এবং ১৯৯৪ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। প্রাক্তন দম্পতির তিন সন্তান রয়েছে: জিকো, জস্সি এবং জান কুমার সানু। ২০০১ সালে কুমার শানু সালোনি ভট্টাচার্যকে বিয়ে করেন। তাঁদের দুই সন্তান- শ্যানন কে এবং আনাবেল কুমার শানু।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com