ঢাকা      রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১
শিরোনাম

জন্মভূমিতে ফিরে ‘অভিভূত’ মালালা ইউসুফজাই

IMG
11 January 2025, 5:44 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইসলামিক বিশ্বে নারী শিক্ষা বিষয়ক বৈশ্বিক এক শীর্ষ সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে পৌঁছেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। শনিবার (১১ জানুয়ারি) তিনি জানিয়েছেন, জন্মভূমি পাকিস্তানে ফিরে আসতে পেরে তিনি ‘অভিভূত’। ২০১২ সালে স্কুল ছাত্রী মালালাকে পাকিস্তানি তালেবানরা গুলি করেছিল। এরপর তিনি বিদেশে চলে যান। বিদেশে যাওয়ার পর মাত্র কয়েকবার তিনি দেশে আসেন।

রাজধানী ইসলামাবাদে সম্মেলনে পৌঁছে তিনি বলেন, পাকিস্তানে ফিরে আসতে পেরে আমি সত্যিই সম্মানিত, অভিভূত ও আনন্দিত। শনিবার দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দুই দিনব্যাপী এ শীর্ষ সম্মেলন উদ্বোধন করেন। এতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর প্রতিনিধিরা একত্রিত হচ্ছেন। আগমীকাল রোববার সম্মেলনে মালালা ইউসুফজাইয়ের ভাষণ দেওয়ার কথা রয়েছে।

শুক্রবার সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্স-এ তিনি বলেন, আমি সকল মেয়ের স্কুলে যাওয়ার অধিকার রক্ষার বিষয়ে কথা বলবো। আফগান নারী ও মেয়েদের বিরুদ্ধে অপরাধের জন্য সংশ্লিষ্টদের জবাবদিহি করতে হবে, সে ব্যাপারেও বলবো। পাকিস্তানের শিক্ষামন্ত্রী খালিদ মকবুল সিদ্দিকী এএফপিকে বলেছেন, আফগানিস্তানেকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তাদের পক্ষ থেকে আমন্ত্রণে কোনো সাড়া পাওয়া যায়নি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন