সিলেট, বাংলাদেশ গ্লোবাল: জনপ্রিয় ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারি সিলেট পৌঁছেছেন। শনিবার দুপুরে ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এসময় বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান মাহফিল কমিটির সংশ্লিষ্টরা। মাহফিল কমিটির সূত্র জানায়, সিলেটের এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে তিন দিনব্যাপী ৩৬ তম তাফসির মাহফিলের শেষ দিন শনিবার। রাত সোয়া ৮টার দিকে তার আলোচনা করার কথা রয়েছে।
এর আগে, শুক্রবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে মিজানুর রহমান আজহারী লেখেন, ‘সিলেট বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল থাকবো সিলেটের এমসি কলেজ ময়দানে, আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।
গত ৯ জানুয়ারি থেকে এমসি কলেজ মাঠে শুরু হয় তিন দিনব্যাপী এই তাফসির মাহফিল। ড. মিজানুর রহমান আজহারী ছাড়াও মাহফিলে তাফসির পেশ করেন ইসলামি চিন্তাবিদ শায়েখ সাইয়্যেদ কামালুদ্দিন জাফরী, কামরুল ইসলাম সাঈদ আনসারী, মুফতি আমির হামজা, মাওলানা সাদিকুর রহমান আনসারী, মাওলানা আবদুল্লাহ আল আমিন, শায়েখ ইসহাক আল মাদানিসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com