ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ-ভারত সীমান্তে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বিএসএফের কাঁটাতারের বেড়া স্থাপনের প্রতিবাদ জানাতে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়েছে। আজ রোববার (১২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে তলব করা হয়। এর আগে, সচিবালয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে দু’একদিনের মধ্যে ডাকা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য রেখার বিভিন্ন জায়গায় বিএসএফের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দিয়ে তা বন্ধ করে দেয়া হয়েছে। সেই সঙ্গে বেড়া নির্মাণ বন্ধে শক্ত অবস্থানে থাকবে বিজিবি। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় দু’একদিনের মধ্যেই ভারতের হাইকমিশনারকে ডাকবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ইতোমধ্যে লালমনিরহাটের দহগ্রামসহ সীমান্তের পাঁচ স্থানে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করে দেয়া হয়েছে। আগের সরকার সীমান্ত পরিস্থিতি নিয়ে চারটি চুক্তি করেছিল। ওইসব চুক্তি পুনর্বিবেচনা করার আবেদন করা হবে বলেও জানান তিনি।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com