ঢাকা      বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
শিরোনাম

পাকিস্তানিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো বাংলাদেশ

IMG
12 January 2025, 4:41 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: পাকিস্তানের নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এতোদিন ভিসা ইস্যু করার আগে পাকিস্তানের মিশন প্রধানদের জন্য ঢাকা থেকে ছাড়পত্র নেওয়ার প্রয়োজন ছিল, যা বর্তমান সরকার বাতিল করেছে। শনিবার (১১ জানুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের লাহোরে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ব্যবসায়ীদের সঙ্গে আলাপচারিতায় এ তথ্য জানান পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন। তিনি বলেন, 'বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক উন্নত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।'

তিনি আরও জানান, বাংলাদেশের বর্তমান সরকার দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে বিশেষভাবে আগ্রহী। গত এক দশকে দ্বিপাক্ষিক সম্পর্ক সন্তোষজনক না থাকলেও ভবিষ্যতে তা উন্নত করার প্রচেষ্টা চালানো হবে। ইকবাল হুসাইন বলেন, 'বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৮ কোটি, পাকিস্তানের জন্য একটি বিশাল ভোক্তা বাজার হিসেবে কাজ করতে পারে। তবে এই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো হয়নি। দুই দেশের বাণিজ্য বৃদ্ধি এবং বিনিয়োগের সুযোগ সৃষ্টি করাই এখন মূল লক্ষ্য।'

লাহোরে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিয়া আবুজার শাদের দেওয়া তথ্য অনুসারে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৭১৮ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশে পাকিস্তানের রপ্তানি ছিল ৬৬১ মিলিয়ন ডলার এবং বাংলাদেশ থেকে পাকিস্তানে আমদানি ৫৭ মিলিয়ন ডলার। ২০২৪ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) পাকিস্তানের বাংলাদেশে রপ্তানি বেড়ে ৩১৪ মিলিয়ন ডলারে পৌঁছেছে, যেখানে বাংলাদেশ থেকে পাকিস্তানে আমদানি হয়েছে মাত্র ৩১ মিলিয়ন ডলারের পণ্য।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন