ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ১৪৪ জন শিক্ষক, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারী চিহ্নিত হয়েছেন। গত বছরের ৪ আগস্ট আন্দোলন চলাকালে তাদের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর নৃশংস হামলা, বিশ্ববিদ্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর, এমনকি বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের সামনে এক ছাত্রকে পিটিয়ে হত্যাচেষ্টার সুস্পষ্ট প্রমাণ মিলেছে।
এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বিএসএসএমইউ শাখার সভাপতি, মহাসচিবসহ স্বাচিপের অন্য নেতা ও সদস্য এবং আওয়ামী লীগ সমর্থিতরা রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা জানান, বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটি বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আগামী এক সপ্তাহের মধ্যেই।
অপরাধের ধরন অনুযায়ী চাকরিচ্যুতি, পদাবনতি, ইনক্রিমেন্ট কাটা হতে পারে ও তিরস্কার পেতে পারেন। মামলার ফলে অভিযুক্তরা আসামি হলে তাদের চাকরি এমনিতেই থাকবে না। পুলিশ যদি তদন্ত কমিটির তালিকা আমলে নেয়, তাহলে সবাই সাময়িক বরখাস্ত হবেন।
এই কর্মকর্তা আরও বলেন, থানা মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত ২৩ জনকে বেশি আমলে নিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের আওতায় নেওয়া হবে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com