ঢাকা      শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১
শিরোনাম

লস অ্যাঞ্জেলেসে নতুন আতঙ্ক: আগুনের টর্নেডো

IMG
16 January 2025, 8:35 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে লাখ লাখ মানুষের জীবন হুমকির মধ্যে পড়েছে। প্রাণপণ চেষ্টা চালিয়েও দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এরই মধ্যে অঞ্চলটিতে আগুন ছড়ানোর নতুন রূপ নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে দাবানলদুর্গত এলাকাগুলো 'আগুনের টর্নেডো'র ঝুঁকিতে রয়েছে। এটি একটি বিরল বিষয় এবং এমন এক বিপজ্জনক অবস্থা, যেখানে দাবানল 'নিজস্ব আবহাওয়া' তৈরি করে থাকে।

মার্কিন জাতীয় আবহাওয়া দপ্তর সতর্ক করে বলেছে, দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের তীব্রতা বেশি রয়েছে। পাশাপাশি পরিবেশ খুবই শুষ্ক। এ দুইয়ে মিলে এক বিশেষ বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। এ পরিস্থিতিতে বড় আকারের নতুন দাবানল দেখা দিতে পারে। আগুন নতুন আকারে বিস্ফোরিত হতে পারে।

আবহাওয়াবিদ টড হল বলছেন, বর্তমান চরমভাবাপন্ন আবহাওয়ায় শক্তিশালী টর্নেডো সৃষ্টির আশঙ্কা রয়েছে। ক্যালিফোর্নিয়ার দমকলকর্মীরাও আগুনের টর্নেডোর মুখোমুখি হতে পারে।

বুধবার পর্যন্ত চলা মার্কিন আবহাওয়ার পূর্বাভাসে টর্নেডোর কথা উল্লেখ করা হয়নি। আবহাওয়াবিদ টড হল বলছেন, চরম পরিস্থিতি বিবেচনায় এটি অসম্ভব কিছু না।

ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ে ম্যাসাচুসেটসের গবেষকরা একটি পরীক্ষাগারে ঘটনাটির একটি ছোট আকারের সংস্করণ তৈরি করার জন্য কাজ করছেন।

সান্তা বারবারার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিদ্যার অধ্যাপক লেইলা কারভালহো বলেন, অশান্ত ধোঁয়াসহ দাবানল একটি মেঘমালা তৈরি করতে পারে। এটি বজ্রপাতের মতো আগুন, ছাই বা ধোঁয়ার ঘূর্ণি তৈরি করতে পারে।

তিনি বলেন, খুব শক্তিশালী বায়ু শিয়ার (অনুভূমিক বায়ু) এবং খুব গরম নিম্নচাপ সিস্টেমের কারণে একটি ঘূর্ণন সৃষ্টি হয়ে থাকে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন