নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ঘন কুয়াশার কারণে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে গেলে আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে, ঘন কুয়াশার কারণে নৌ চ্যানেলের বিকনবাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে গতকাল বৃহস্পতিবার এই নৌরুটে সাময়িকভাবে সব ফেরি চলাচল বন্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আলিম দাইয়ান সাংবাদিকদের বলেন, ‘ঘন কুয়াশার কারণে আজ ভোর সাড়ে পাঁচটা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।’ গতকাল মধ্যরাতের পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটের মাঝ নদীতে দিক হারিয়ে আটকে যায় যানবাহন বোঝাই চারটি ফেরি। কনকনে ঠাণ্ডায় দুর্ভোগে পড়েন এসব ফেরির যাত্রীসহ চালকরা। পরে আজ সকাল সাড়ে ৯টার দিকে প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আবদুস সাত্তার সাংবাদিকদের জানান, প্রায় এক সপ্তাহ পর গতকাল আবার এই দুই নৌপথের নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটেছে। এক পর্যায়ে বাধ্য হয়ে দুই নৌপথে ফেরি বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলেই আবার ফেরি চলাচল শুরু হবে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com