ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বরিশালে আসামি গ্রেপ্তার করতে গিয়ে দুর্ঘটনায় দগ্ধ পুলিশের উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান মারা গেছেন। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) গ্রামের বাড়ি বরগুনায় তাকে দাফন করা হবে। এর আগে, বৃহস্পতিবার বিকেলে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মেহেদী হাসানের মৃত্যু হয়। মেহেদী বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) পুলিশের বিমানবন্দর থানায় সাব ইন্সপেক্টর পদে কর্তব্যরত ছিলেন।
জানা গেছে, গত ৬ জানুয়ারি বিমানবন্দর থানার রহমতপুর এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে এক ইট ভাটায় অগ্নিদগ্ধ হন এসআই মেহেদী হাসান। এ সময় তাঁর শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় বার্ন ইউনিটে টানা ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে বৃহস্পতিবার বিকেলে তিনি হার মানেন।
মেহেদী হাসানের বাড়ি বরগুনা জেলায়। তিনি পুলিশের ৩৮তম ব্যাচের সদস্য ছিলেন। চার বছর আগে পুলিশে যোগদান করেন তিনি। সর্বশেষ বিমানবন্দর থানায় কর্তব্যরত ছিলেন। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির শিকদার সাংবাদিকদের বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে যান এসআই মেহেদী। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। শুক্রবার তার গ্রামের বাড়ি বরগুনায় দাফন করা হবে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com