ঢাকা      রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
শিরোনাম

ট্রাম্পের অভিষেকের আগের দিন গাজায় যুদ্ধবিরতি শুরু

IMG
19 January 2025, 6:37 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইসরাইলের মন্ত্রিসভা গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি অনুমোদন করেছে। ২৪ জন মন্ত্রী চুক্তিটির পক্ষে ভোট দিয়েছেন এবং আটজন মন্ত্রী চুক্তিটি প্রত্যাখ্যান করেছেন। আজ থেকে এই চুক্তি কার্যকর হয়েছে। আগামীকাল সোমবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের পর থেকে এই চুক্তিটি কার্যকর হবে কিনা তা দেখবে ট্রাম্প প্রশাসন।

চুক্তিটি তিনটি ধাপে কার্যকর হবে। প্রতিটি ধাপ ছয় সপ্তাহ করে স্থায়ী হবে। দ্বিতীয় ও তৃতীয় ধাপের শর্তাবলী নিয়ে এখনো আলোচনা চলছে। তবে প্রথম ধাপের অধীনে পরবর্তী ধাপ চূড়ান্ত হওয়ার আগে যদি ছয় সপ্তাহ পেরিয়ে যায়, তা হলে যুদ্ধবিরতি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

প্রথম ধাপের মধ্যে রয়েছে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ইসরাইলি বাহিনীর প্রত্যাহার এবং গাজার জন্য আরও সহায়তা, পাশাপাশি ইসরাইলি কারাগারে আটক কিছু ফিলিস্তিনি এবং হামাসের হাতে আটক আমেরিকানসহ কিছু জিম্মির মুক্তি। যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশ হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন