ঢাকা      সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১
শিরোনাম

ছুরিকাঘাতে যুবদল নেতা খুন

IMG
20 January 2025, 6:53 PM

খুলনা, বাংলাদেশ গ্লোবাল: খুলনায় ছুরিকাঘাতে মো. মানিক হাওলাদার নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে, সকাল ১১টার দিকে নগরীর পুরোনো রেল স্টেশন রোড এলাকায় তাঁকে ছুরিকাঘাত করা হয়েছিল।

মানিক হাওলাদারের বাড়ি নগরীর রেলওয়ে হাসপাতাল সড়কের নিউ কলোনিতে। তিনি ওই এলাকার মুনসুর হাওলাদারের ছেলে। খুলনা মহানগর বিএনপির মিডিয়া কমিটির আহ্বায়ক মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, মানিক হাওলাদার ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ছিলেন। কেন ও কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা তিনি জানেন না।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনির উল গিয়াস বলেন, পুরোনো রেল স্টেশন এলাকায় ওএমএস-এর কার্ড বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। ধারণা করা হচ্ছে, ওই ঘটনার জের ধরে মানিককে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে এক নারীসহ দু‘জনকে আটক করা হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন