ঢাকা      মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
শিরোনাম

কর্মী নয়, হজ্ব-ওমরাহ্ করতে লাগবে মেনিনজাইটিস টীকা

IMG
21 January 2025, 1:56 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সৌদি আরব যেতে ইচ্ছুক কর্মীদের টিকা লাগবে না। বরং, হজ্ব বা ওমরাহ্ করতে ইচ্ছুকদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে মেনিনজাইটিসের টীকা। মঙ্গলবার (২১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

এর আগে, সৌদি আরব যেতে বাধ্যতামূলক করা হয় ‘মেনিনজাইটিস টিকা’। নির্দিষ্ট হাসপাতালগুলোয় না পেয়ে আন্দোলনে নামে সৌদি আরব গমনেচ্ছু শ্রমিকরা।

এর আগে, সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালের সামনে অবস্থান নেন তারা। পরে মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ ভবনের সামনে বিক্ষোভের মাধ্যমে সরকারের হস্তক্ষেপ চান তারা।

এরইমধ্যে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। সেখানে বলা হয়, যারা ওমরাহ বা হজ করতে সৌদি আরবে যাবেন তাদের সবাইকে যাওয়ার কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা গ্রহণ করতে হবে। ভ্রমণের সময়, সেই টিকা নেয়ার সনদ সঙ্গে রাখতে হবে।

তবে এক বছরের নিচের শিশুদের এই টিকা নেয়া বাধ্যতামূলক নয়। কেউ যদি গত তিন বছরের মধ্যে টিকা নিয়ে থাকেন; তাহলে সৌদি আরবে প্রবেশে তাকে নতুন করে আর টিকা দিতে হবে না।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন