ঢাকা      বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
শিরোনাম

তুরস্কে রিসোর্টে অগ্নিকাণ্ড, নিহতের সংখ্যা বেড়ে ৭৬

IMG
22 January 2025, 3:41 PM

ইন্টারন্যাশনাল, বাংলাদেশ গ্লোবাল: তুরস্কের একটি জনপ্রিয় স্কি রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত ও দগ্ধ হয়েছেন আরও ৫১ জন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে বোলু প্রদেশের কাঠের তৈরি ১২ তলা গ্র্যান্ড কারতাল হোটেলে আগুন লাগে। হোটেলটিতে আগুন লাগার সময় অন্তত ২৩৪ জন ছিলেন।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টা পর প্রাথমিকভাবে জানিয়েছিল, অন্তত ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে জানালা দিয়ে ঝঁপিয়ে পড়ে দুজন নিহত হন। তবে পরবর্তীতে এ সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে।

দেশটির আইনমন্ত্রী জানিয়েছেন, আগুন নেভাতে ১২ ঘণ্টা সময় লেগেছে। এ ঘটনায় রিসোর্টের মালিকসহ নয়জনকে গ্রেফতার করা হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন