ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব নেয়ার এক সপ্তাহ পর ডোনাল্ড ট্রাম্প ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। দেশটির প্রধানমন্ত্রীর দফতরের একটি সূত্র ভারতের গণমাধ্যমকে জানিয়েছে, মোদিকে ফোন করে নতুন দ্বিপাক্ষিক কূটনৈতিক আলোচনার সূচনা করেছেন ট্রাম্প।
গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় মেয়াদ শুরু হয়েছে ট্রাম্পের। এর পরেই বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে কথা বলা শুরু করেছেন তিনি। ট্রাম্পের শপথে মোদির প্রতিনিধি হিসাবে হাজির ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত ৭ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পরই তাঁকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন মোদি। সমাজমাধ্যমে সে কথা জানিয়ে লিখেছিলেন, ‘‘আমার বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি দুর্দান্ত কথোপকথন হলো। অসাধারণ জয়ের জন্য তাঁকে অভিনন্দন। প্রযুক্তি, প্রতিরক্ষা, শক্তি, মহাকাশ এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে ভারত-আমেরিকার সম্পর্ক আরও জোরদার করার জন্য আবার একসঙ্গে কাজ করতে উন্মুখ।’’
ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথোপকথনের কথা জানিয়ে এক্স পোস্টে মোদি লিখেছেন, ‘‘আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে আনন্দিত হলাম। তাঁর ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য অভিনন্দন জানালাম। আমরা পারস্পরিক উন্নয়ন এবং বিশ্বস্ত অংশীদারিত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের জনগণের কল্যাণে এবং বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করবো।’’
২০১৬-২০ মেয়োদে আমেরিকার প্রেসিডেন্ট পদে থাকাকালীন ট্রাম্প বার বারই মোদিকে ‘বন্ধু’ বলেছেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে টেক্সাসের হিউস্টনে ছিল ‘হাউডি মোদি’ সভা। সেখানে প্রায় ৫০ হাজার ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয় নাগরিকের সামনে কূটনীতির বেড়া টপকে ‘আব কি বার ট্রাম্প সরকার’ স্লোগান দিয়েছিলেন মোদি। বলেছিলেন, ‘‘ট্রাম্পের নেতৃত্ব গুণ, আমেরিকাকে নিয়ে ওঁর আবেগ, দেশের নাগরিকদের জন্য ওঁর উদ্বেগ এবং আমেরিকাকে ফের মহান করে তোলার জন্য ওঁর মনের তাগিদ আমাকে অনুপ্রাণিত করে।’’
২০২০ সালের ফেব্রুয়ারিতে দু’দিনের ভারত সফরে এসে গুজরাটের মোতেরায় মোদির নামাঙ্কিত পুনর্নির্মিত ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনে গিয়েছিলেন ট্রাম্প এবং তৎকালীন ফার্স্ট লেডি মেলানিয়া। সেখানে লক্ষাধিক মানুষের জমায়েতে মোদি দাবি করেছিলেন, তিনি এবং ট্রাম্প মিলে নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দেবেন। ২০২০ সালের আগস্টে প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচন চেয়ে ট্রাম্পের ‘আরও চার বছর’ (ফোর ইয়ার মোর) প্রচারের সূচনায় ‘ভিডিয়ো ক্যাম্পেনিং’-এ তুলে ধরা হয়েছিল ট্রাম্প-মোদির সেই যৌথ জনসভার নানা ক্লিপিংস। এবারও প্রেসিডেন্ট ভোটের প্রচারে ট্রাম্পের মুখে শোনা গিয়েছে ‘বন্ধু’ মোদির নাম। দুই রাষ্ট্রনেতার এই সমীকরণ নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্কে নতুন মাত্রা আনবে বলে ভারতীয় কূটনীতি বিশেষজ্ঞরা মনে করছেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com