দিনাজপুর, বাংলাদেশ গ্লোবাল: দিনাজপুরের বিরামপুরে রেলক্রসিং অতিক্রমের সময় ট্রেনের ধাক্কায় একটি ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। এতে ট্রাক চালক ও হেল্পার নিহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ১টার দিকে দিনাজপুরের বিরামপুরস্থ ঘোড়াঘাট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন দিনাজপুরের বিরামপুর উপজেলাস্থ ঘোড়াঘাট রেলগেট অতিক্রম করার সময় ক্রসিংয়ে কোন গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, মাদারীপুর জেলার শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় পিকআপভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সংলগ্ন মুন্সীরবাজার এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
প্রাইভেটকারচালকের বরাত দিয়ে স্থানীয়রা জানান, ভোরে মুন্সীরবাজার এলাকায় বাসের ধাক্কায় একটি পিকআপভ্যান সড়ক থেকে উল্টে গেলে চালকসহ দুজনের মৃত্যু হয়। এসময় বাসের পেছনে ধাক্কা খেয়ে একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়। প্রচুর কুয়াশা থাকায় সামনে কিছু দেখা যাচ্ছিল না। ফলে এ দুর্ঘটনা ঘটে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com