ঢাকা      শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২
শিরোনাম

সীমান্তে অনুপ্রবেশ: ১৪ বাংলাদেশি ও ২ ভারতীয় দালাল আটক

IMG
03 February 2025, 12:42 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ থেকে ভারতের সীমান্তে অবৈধ অনুপ্রবেশের ঘটনা ক্রমাগত বাড়ছে। গত এক সপ্তাহে ১৪ জন বাংলাদেশি নাগরিক এবং দু’জন ভারতীয় দালালকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এই অবৈধ অনুপ্রবেশের ঘটনাগুলো ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা এবং মেঘালয়ে।

এই পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কড়া নজরদারি ও পাহারা বাড়িয়েছে। বিএসএফের এক অফিসার জানান, গত ২৬ জানুয়ারি থেকে একাধিক অপারেশনের মাধ্যমে বহু অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানের চেষ্টা ব্যর্থ করা হয়েছে। এছাড়া, আটককৃতদের কাছ থেকে নারকোটিক্স, চিনি, গরু এবং অন্যান্য নিষিদ্ধ সামগ্রী জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ২.৫ কোটি টাকা।

ত্রিপুরা সীমান্তে মাদক পাচার, মানব পাচার এবং অন্যান্য নিষিদ্ধ সামগ্রী পাচারের চেষ্টা রোধ করা হয়েছে। তবে, এই অপারেশনগুলোর সময় পাচারকারীরা বিএসএফ জওয়ানদের ওপর আক্রমণ চালিয়েছে।

ত্রিপুরা সীমান্তে ৮৫৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে বাংলাদেশের সঙ্গে। এই সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া নেই, যা অবৈধ অনুপ্রবেশকে সহজ করে তুলছে। এই সমস্যা সমাধানে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ চলছে।

এদিকে, বিএসএফ বিজিবির সঙ্গে সমন্বয় রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সীমান্ত নিরাপত্তা নিয়ে বিজিবির সঙ্গে একাধিক বৈঠকও হয়েছে। ত্রিপুরা সীমান্তে বসবাসকারী ৪০টি গ্রামের বাসিন্দাদের সঙ্গেও সমন্বয় রেখে কাজ করা হচ্ছে, যাতে কেউ অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দিতে না পারে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন