ঢাকা      বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
শিরোনাম

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

IMG
03 February 2025, 12:44 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজাম দলের নেতৃত্বে সোমবার (৩ ফেব্রুয়ারি) বাদ ফজরের আম বয়ানের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় ধাপের ইজতেমা। রোববার (২ ফেব্রুয়ারি) থেকেই দ্বিতীয় ধাপের ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিরা আসতে শুরু করেন। এর আগে আখেরি মোনাজাত শেষে প্রথম ধাপের ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিরা মাঠ ত্যাগ করেন।

এই ধাপে ইজতেমায় অংশগ্রহণ করছে দেশের ২২টি জেলা। যার মধ্যে রয়েছে- যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, জামালপুর, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, কক্সবাজারসহ নানা অঞ্চল। এছাড়া বিদেশি মেহমানদের জন্য প্রস্তুত করা হয়েছে পৃথক তাঁবু, যেখানে ৭৬টি দেশ থেকে প্রায় ৩ হাজার ৫০ জন মেহমান উপস্থিত আছেন। দ্বিতীয় ধাপের ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে আগামীকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) বাদ ফজরের আম বয়ানের মাধ্যমে।

প্রথম ধাপের ইজতেমার আখেরি মোনাজাত শেষে তাবলিগ জামাতের স্বেচ্ছাসেবকরা দ্রুত মাঠ পরিষ্কার করেন এবং মাগরিবের আগেই কাজ সম্পন্ন করেন। আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দ্বিতীয় ধাপের ইজতেমা, যার পর বিদেশি অতিথিরা নিজ নিজ দেশে ফিরে যাবেন।

প্রথম ধাপের ইজতেমায় গত ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত মোট পাঁচজন মুসল্লি মৃত্যুবরণ করেন এবং প্রায় ৪০ লাখ মুসল্লি আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন