ঢাকা      বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
শিরোনাম

অটোরিকশাচালক হত্যা মামলায় সালমান-মানিক রিমান্ডে

IMG
03 February 2025, 12:52 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডায় অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৬ আসামির দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টায় আসামিদের কেরানীগঞ্জ কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির ঢাকা মেট্রোর উত্তরের পরিদর্শক রিদুয়ানুল হক ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

এরপর আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডে পক্ষে শুনানি করেন।

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া অপর আসামিরা হলেন- সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এবং শ্রমিক লীগ নেতা গোলাম সারওয়ার পিন্টু।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর গত ২০ জুলাই বাড্ডার প্রগতি সরণি এলাকায় যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন অটোরিকশাচালক হাফিজুল শিকদার (২৯)। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলন দমনের জন্য আসামিদের ছোড়া গুলি হাফিজুলের বাম পাজরে লেগে ডান বোগল দিয়ে বেরিয়ে যায়। এ ঘটনায় গত ২১ আগস্ট মামলার বাড্ডা থানায় মামলাটি হয়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন