ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সুইডেনে স্কুলে গুলিবর্ষণে ১০ জন নিহত হয়েছে। সুইডেন পুলিশ বলছে, মঙ্গলবার দেশের মধ্যাঞ্চলে একটি শিক্ষা কেন্দ্রে এক আততায়ীর গুলিতে এ ঘটনা ঘটে। সন্দেহভাজন আততায়ীও নিহতদের মধ্যে আছে। এই গুলির ঘটনা ছিল সুইডেনের ইতিহাসে সবচেয়ে ভয়ানক স্কুল আক্রমণ। “১০ জনের মত নিহত হয়েছে আজকে,” ওরেব্রো শহরের পুলিশ প্রধান রবেরটো ইদ ফরেস্ট সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, নিহতের সংখ্যা সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না, কারণ অনেক আহত রয়েছে।” তিনি আহতদের সংখ্যা সম্পর্কে বিস্তারিত কিছু বলেন নি।
“এটা ভয়ানক একটি ঘটনা। এটা ব্যতিক্রমী, একটা দুঃস্বপ্ন,” ফরেস্ট বলেন। ওরেব্রো রাজধানী স্টকহোম থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৫ মাইল) পশ্চিমে অবস্থিত। নিহতদের পরিচয় বা বয়স সম্পর্কে পুলিশ কোন তথ্য দেয় নি। তারা ছাত্র ছিল, নাকি তরুণ প্রাপ্তবয়স্কদের স্কুল ক্যাম্পাস রিসবার্গস্কায় শিক্ষক ছিলেন, পুলিশ সে বিষয়েও কোন তথ্য দেয় নি। কয়েকটি মিডিয়া বলেছে অস্ত্রধারী নিজের বন্দুক দিয়ে নিজেকে গুলি করেছে, কিন্তু পুলিশ এই রিপোর্ট নিশ্চিত করেনি।
“সন্দেহভাজন আততায়ী সম্পর্কে পুলিশ কিছু জানতো না। কোন গ্যাং-এর সাথে তার কোন যোগাযোগ নেই,” ফরেস্ট বলেন। তিনি সাম্প্রতিক বছরে সুইডেনে মারাত্মক গোলাগুলি এবং বোমাবাজির যে হিড়িক পড়েছে, তার দিকে ইঙ্গিত করছিলেন। “আমরা আরও আক্রমণের প্রত্যাশা করছি না,” ফরেস্ট বলেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com