ঢাকা      বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
শিরোনাম

গাজার দখল নেবে যুক্তরাষ্ট্র, ফিলিস্তিনিদের সরানো হবে: ট্রাম্প

IMG
05 February 2025, 10:11 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশটি যুদ্ধবিধ্বস্ত গাজা দখল করে নেবে এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করবে। তবে তার আগে সেখানকার ফিলিস্তিনি বাসিন্দাদের 'অন্য কোথাও' সরিয়ে নেওয়া হবে। আজ বুধবার এই তথ্য জানিয়েছে রয়টার্স। ওয়াশিংটন সফররত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার কথা জানান ট্রাম্প। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প। এমনকি এভাবে গাজা দখল করে দীর্ঘসময় সেই দখল ধরে রাখার এখতিয়ার আছে কী না যুক্তরাষ্ট্রের, এ প্রশ্নেরও সরাসরি জবাব দেননি তিনি।

তবে বিশ্লেষকদের মত, ট্রাম্পের এই বক্তব্যে বেশ কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র ইসরাইল-ফিলিস্তিনের ক্ষেত্রে যে নীতিমালা ও দৃষ্টিভঙ্গি অবলম্বন করে এসেছে, তা ধসে পড়েছে। এর আগে, মঙ্গলবার আবারও ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে প্রতিবেশী দেশগুলোতে পুনর্বাসনের পরিকল্পনার কথা জানান ট্রাম্প। তিনি গাজাকে 'ধ্বংসস্তূপ' বলে উল্লেখ করেন। সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, 'যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার দখল নেবে এবং আমরা সেখানে কিছু কাজও করব'। 'আমরা এর মালিকানা নেবো এবং সেখান থেকে সব বিপজ্জনক, অবিস্ফোরিত বোমা অকার্যকর করবো ও অন্যান্য অস্ত্র সরিয়ে নেবো, যোগ করেন তিনি।

'যদি প্রয়োজন পড়ে, তাহলে আমরা এটা করবো। ওই জায়গাটা দখল করে নেবো। আমরা সেটার উন্নয়ন ঘটাবো। হাজারো চাকরি তৈরি হবে এবং এটা এমন একটা কিছু হবে, যার জন্য পুরো মধ্যপ্রাচ্য গর্বিত হবে'। যুক্তরাষ্ট্র গাজা দখল করে নেওয়ার পর সেখানে কারা থাকবেন, এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটা 'সারা বিশ্বের মানুষের' বাড়ি হবে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন